March 24, 2023, 10:18 am

আদালতের নির্দেশ অমান্য করে বাড়ি ঘর লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ শহরস্থ সরিষা হাটির মোড়স্থ চকদেব পাড়ার ঐতিহাসিক দীন মঞ্জিলে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে কোটি টাকার ক্ষতি সাধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৬ অক্টোবর বিকাল ৫ ঘটিকায় নওগাঁর শান্তি প্রিয় মানুষ ও বকুল বালিকার দলের উদ্যোগে ঐতিহাসিক দ্বীন মঞ্জিলের স্বত্বাধিকারী তানজিনা শিরিন তনুর নেতৃত্বে মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বকুল বালিকার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়রা ঝিনুক, একুশে পরিষদ নওগাঁ জেলা শাখার আহবায়ক আতিকুর রহমান, সদস্য মাহবুবুল আলম প্রমূখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, আদালতের নির্দেশ অমান্য করে নওগাঁর চকদেব পাড়ার ঐতিহাসিক দীন মঞ্জিলে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে কোটি টাকার ক্ষতি সাধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের নির্দেশকে মান্য করে ঐতিহাসিক দ্বীন মঞ্জিলের ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে, মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।
নওগাঁ প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD