March 24, 2023, 8:34 am
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী। আজ শনিবার ২৬ নভেম্বর সকালে উপজেলার রেজিস্ট্রি অফিস এলাকায় ব্রিজের কাছে বিএনপির পার্টি অফিসের সামনে এঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। এদিকে এঘটনার পর আওয়ামী লীগের লোকজন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিয়ামত আলী বাবুর দোকানে ভাঙচুর চালায় বলে জানান উপজেলা যুবদলের নেতা ইকরামুল বারী রুন্জু।
আক্কাছ আলী বলেন, গতকাল শুক্রবার পাঁচুপুর ওয়ার্ড আওয়ামী লীগের মিটিং ছিল। মিটিং শেষে আমাদের নেতাকর্মীরা ফেরার পথে বিএনপির লোকজন তাদেরকে মারধর করে। তারই প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ মিছিল বের করি। মিছিলটি উপজেলার রেজিস্ট্রি অফিস এলাকায় ব্রিজের কাছে পৌঁছলে বিএনপির অফিস থেকে প্রায় ৩-৪টি ককটেল হামলা করা হয়। এরমধ্যে দু একটি ককটেল বিস্ফোরিত হয়নি। এতে আমরা অল্পের জন্য রক্ষা পাই। আমরা এর উপযুক্ত বিচার চাই।
বিএনপির যুগ্ম আহবায়ক নিয়ামত আলী বাবুর ০১৭১২৮৪০৯৩৭ মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।
আত্রাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক একরামুল বারী রুন্জু বলেন, গতকাল আওয়ামী লীগের লোকজনই আমাদের লোকজনকে পাঁচুপুর এলাকায় একটি চা স্টলে মারধর করে। তিনি বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে আমাদের সমাবেশ আছে। আমরা যেন সমাবেশটি সফল করতে না পারি তার জন্য তারা নিজেরাই এসব করে বিএনপির নাম দিচ্ছে। এবং জেলার বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান বলেন, উপজেলায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কেউ আহত হয়নি। আর অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।