March 25, 2023, 6:51 am

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অটোচার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই অটো চালকের নাম শফিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের চৌমহনী বাজার পাহারাদার হাফেজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন হতে ব্যাটারী চালিত অটো চালাতেন গতকাল সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়ীতে অটো চার্জ দিতে গিয়ে এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি।বাড়ীর লোকজন শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

নয়ন দাস কুড়িগ্রাম

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD