March 26, 2023, 3:36 pm
নওগাঁ প্রতিনিধি: এবার নওগাঁ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলায় ২৪ ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটলো। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কেডির মোড় এলাকায় আস্তান মোল্লা কলেজের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়।
এদিকে পুলিশ বলছে, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এছাড়া এ ঘটনায় ছাত্রলীগের একজন কর্মী আহত হয়েছেন বলে দাবী ছাত্রলীগ নেতাদের।
প্রত্যক্ষদর্শী, থানা-পুলিশ ও ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখা শেষ করে কেডির মোড় হয়ে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলো নওগাঁ সরকারী কলেজ শাখা, জেলা ও পৌর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এসময় হঠাৎই আস্তান মোল্লা কলেজের সামনে মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের শব্দে আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও ৩ টি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
এবিষয়ে নওগাঁ পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. লালটু বলেন, ‘ছাত্রলীগের ওই মিছিলে আমিও ছিলাম। হঠাৎই মিছিলের মাঝেই পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। তখন চারপাশ ধোঁয়া আর ধুলাই অন্ধকার হয়ে উঠে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে জীবন বাঁচাতে। এতে শান্ত নামের ছাত্রলীগের এক কর্মী আহত হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ককটেল বিস্ফোরণের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পৌঁছায় । সেখানে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এছাড়া পাশেই আরো তিনটি ককটেল পড়ে আছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে এই হামলার প্রতিবাদে তাৎক্ষনিক শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে ছাত্রলীগ ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী বলেন, ফুটবল খেলা দেখা শেষ করে ছাত্রলীগের কর্মীরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসছিল। এ সময় মিছিল কে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়ে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বুলবুল সিনেমা হলের সামনে সাকলাইন মাহমুদ রকি, চেয়ারম্যান শাকিল আহমেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বসেছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত কয়েকজন এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনায় তাৎক্ষণিক উপস্থিত নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। ওই ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।