March 24, 2023, 8:36 am

এমপি’র দেয়া নতুন গাড়ি উপহার পেলো বিরামপুর থানা

জাহিনুর, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘পুলিশিং সেবা ত্বরান্বিত করার উদ্দেশ্যে’ দিনাজপুর জেলার বিরামপুর থানায় নতুন গাড়ী হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র ব্যক্তিগত অর্থে নতুন এ গাড়িটি বিরামপুর থানায় উপহার হিসেবে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে বিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে ওসি সুমন কুমার মহন্তর হাতে নতুন গাড়ির চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও জেলা পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ (পিপিএম)।
এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, আসলাম উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবি, পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, থানার পুলিশ ফোর্সসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক ও জেলা পুলিশ সুপার ইফতেখার আহমেদকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নতুন গাড়ি পেয়ে থানা পুলিশ উজ্জীবিত, এর মাধ্যমে থানা পুলিশের কাজের গতি আরো বৃদ্ধি পাবে। জনগণকে আরো বেশি সেবা দিতে তৎপর হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD