March 24, 2023, 9:31 am
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নাটোর নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভ ৫৮ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার দিনব্যাপী বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়ন ,ব্রহ্মপুর ইউনিয়ন, মাধনগর ইউনিয়ন, পিপরুল ইউনিয়ন ও নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পারভীন আক্তার, নলডাঙ্গা উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট উদয় কুমার, ব্রহ্মপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জামাল মোল্লা,নলডাঙ্গা পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিমা সরকার, আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজ সেবাক মাষ্টার শফিকুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এমপি রত্না আহমেদ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা মণ্ডপের খোঁজ খবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন।
নাটোর প্রতিনিধি