March 24, 2023, 9:55 am

ক্রীড়ামোদী হিসেবে নওগাঁর মানুষের সুনাম রয়েছে-খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধিঃ ক্রীড়ামোদী হিসেবে নওগাঁর মানুষের সুনাম রয়েছে। এখান থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়েছে। নওগাঁর ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলোর পাশাপাশি অন্যান্য খেলার উন্নয়নেও সব ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির চর্চার বিকল্প নেই। খেলাধুলা ও সংস্কৃতির চর্চা সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনেও সহায়ক। এছাড়া মানসিক বিকাশ ও সুস্বাস্থ্য গঠনেও জরুরী।

তিনি গত শনিবার (২৯ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন কর্তৃক করোনাকালীন বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

খেলাধুলার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে ভালোমানের খেলোয়াড় তুলে আনা হচ্ছে। এর জন্য প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। ফলে বিশ্ব মঞ্চে তারা দেশের জন্য সন্মান বয়ে আনছে।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইব্রাহিম ও জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ৮০ জন ক্রীড়াসেবীর মাঝে করোনাকালীন অনুদানের চেক তুলে দেন। প্রত্যেক ক্রীড়াসেবী অনুদান বাবদ ৫০০০ টাকার চেক পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD