March 26, 2023, 3:15 pm

খাবারের খোঁজে লোকালয়ে মুখপোড়া হনুমান

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: খাবারের খোঁজে দিনাজপুরের ফুলবাড়ীতে লোকালয়ে গাছে গাছে ঘুরছে মুখপোড়া হনুমান। কেউ খাবার দিলেই সানন্দে গ্রহণ করছে খুদার্থ হনুমানটি। কখনো ঘরের চালে, কখনো গাছের ডালে বসে থাকছে এই প্রাণিটি। এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছেন, তাই গ্রহণ করছে হনুমানটি। শনিবার সকালে ফুলবাড়ী পৌর শহরের

উপজেলা সড়কে দেখা মেলে তার। তাকে দেখতে উৎসুক জনতারা ভীড় করছে।
উপজেলা পরিষদ সড়কের মমতা ফটো স্টুডিও’র স্বত্তাধিকারী মো. খালেকুজ্জামান খালেক বলেন, ‘হঠাৎ করেই সকালে উপজেলা পরিষদ রোডস্থ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের সড়ক সংলগ্ন সীমানা প্রাচীরে দেখা যায় হনুমানটিকে। এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক জনতা তাকে কলা, পাউরুটি, বিস্কুটসহ নানা খাবার খেতে দিচ্ছেন। খাবার খেয়ে সে এক গাছ থেকে অন্য গাছে চলে ঘুরে বেড়াচ্ছে। পরে আর দেখা মিলেনি।’

হনুমানটি প্রথমবারের মতো দেখে, শিশু শিক্ষার্থী রুপ গুপ্তা, আনুশিকা রায়, দেব গুপ্ত পাগলু ও আরশি রায়। তারা জানায়, ‘আমাদের বাগান বাড়িতে হঠাৎ ওই হনুমানটি দেখা যায়। এটি দেখতে বহুমানুষ আসে। আমরা প্রথমবারের মতো এতো কাছ থেকে হনুমান দেখেছি। আগে চিরিয়াখানায় দেখেছিলাম কিন্তু আজ সামনাসামনি বাড়ির পাশেই দেখলাম। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে হাত থেকে খাবার নেয়।’

বিষয়টি নিয়ে কথা বললে,মধ্যপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘মুখপোড়া এই হনুমানটির দল কোনো জঙ্গল থেকে খাবারের খোজে ছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার এক সময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়। হনুমানটিকে আঘাত না করে,তাকে খাবার দিতে হবে,এই প্রাণী আমাদের ঐতিহ্য।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD