March 26, 2023, 4:06 pm
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুরের পানিতে ডুবে আরাফাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আরাফাত উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর আবু রায়হানের ছেলে। শনিবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লায় ঘটনাটি ঘটে।
জানা যায়, শনিবার বিকেল ৫টায় শিশু আরাফাত খেলতে বাড়ির বাহিরে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে আসায় শিশুটিকে পরিবারের লোকজন খোাঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শিশু আরাফাতকে তারা ভাসমান অবস্থায় দেখতে পান।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক উজ্জল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি