September 23, 2023, 6:28 pm

News Headline :

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

মেহেদী হাসানফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্য্যলয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি লক্ষিপুর বাজারসহ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হকের
সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন, ইউপি সদস্য মকছেদ আলী, লিটন মন্ডল, সুকুমার রায়, শুধারানী প্রমুখ।

র‌্যালী ও আলোচনা সভায় খয়েরবাড়ী ইউনিয়নের সকল ইউপি সদস্য, ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD