March 24, 2023, 9:47 am

গভীর নলক‚পের খোল ফেলে তিন ট্রান্সফরমার নিয়ে গেল চোরেরা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ’র) একটি গভীর নলক‚পের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার শলিয়া গ্রামের দক্ষিণ মাঠে এ চুরির ঘটনা ঘটে।

গভীর নলক‚পের অপারেটর জনাব আলী মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১১ টার দিকে গভীর নলক‚পের ট্রান্সফরমারগুলো দেখে বাড়িতে চলে আসি। শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে ধান কাটতে গিয়ে তিনটি ট্রান্সফরমারের শুধু খোল জমিতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে আমি গিয়ে দেখি গভীর নলক‚পের পাশে ধানের জমিতে শুধু ট্রান্সফরমারের খোল পড়ে আছে। রাতের অন্ধকারে চোরেরা ট্রান্সফরমার তিনটি নামিয়ে ট্রান্সফরমার গুলোর ভিতরে থাকা তামার কয়েলসহ সবকিছু বের করে নিয়ে খোল ফেলে রেখে চলে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, একটি গভীর নলক‚পের ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ট্রান্সফরমারের চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD