March 25, 2023, 8:24 am
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) শুন্য আসনে উপ-নিবার্চনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী এ্যাড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু ১৩ সেপ্টেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাচন অফিসে জেলা সহকারী রিটানিং অফিসার কামরুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপজেলা জাতীয় পার্টি জেলা সভাপতি ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাপা যুগ্ম আহবায়ক শাহজাহান খান আবু, সাঘাটা উপজেলা জাপা সাধারন সম্পাদক শাহ আলম মন্ডল,যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বুলেটসহ জাতীয়পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায় মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মোট ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেন। তার মধ্যে দলীয় প্রার্থী ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন।
গাইবান্ধা প্রতিনিধি