April 1, 2023, 11:05 pm
গাইবান্ধা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িতরাই জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে এদেশকে নেতৃত্বশূন্য করে পাকিস্তানর বানানোর নীলনক্সা করেছিল। সেই খুনিরা আবার পাকিস্তানের পথে হেঁটে ক্ষমতহায় আসার ষড়যন্ত্র শুরু করেছে।
বৃহস্পতিবার ( ৩ নভেন্বর ) সন্ধ্যায় জেলহত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয় চত্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেওয়া প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন, গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ এর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, সহসভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, সাবেক সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, আবু সুফিয়ান মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান প্রধান বুদু, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা খন্দকার জাহাঙ্গীর আলম, যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাবেক সহসভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, শ্রমিক লীগের সভাপতি গোলজার রহমান, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচাসেবক লীগের যুগ্ম আবাায়ক জালাল উদ্দীন রুমি, নজরুল ইসলাম সরকার , ছাত্রলীগের সাবেক সম্পাদক শেখ আহসানুল হক সুমন, যুগ্ম সম্পাদক রাজু সরকার, শফিউল আলম হিরু, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল আমিন প্রমূখ।
এর আগে সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।