March 26, 2023, 3:45 pm

গোবিন্দগঞ্জে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার আয়োজনে জাতীয় দলের ভলিবল খেলোয়ার শান্তনু কুমার দেব স্মৃতি স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঘোড়াঘাট খেলোয়ার কল্যান সমিতি জয়পুরহাট পাঁচ বিবি খেলোয়ার কল্যান সমিতি দুটি দলের অংশগ্রহণ করেন। ঘোড়াঘাট খেলোয়ার কল্যান সমিতিকে তিন শুন্য পয়েন্টে পরাজিত করে পাঁচ বিবি জয়ী হয়।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,প্যানেল মেয়র শাহিন আকন্দ, কাউন্সিলর রিমন তালুকদার, সামস উদ্দিন শেখ ভেলা, কাউন্মিলর মাজেদুল ইসলাম,কাউন্সিলর মোকলেছ প্রধান,কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, মহিলা কাউন্সিলর জহুরা বেগম,সুইটি বেগম,সাহানা বেগম,ক্রীয়া সংস্থার সাধারন সম্পাদক মোকারম হোসেন রানা,শৈলেন্দু মোহন রায় স্বপন,ক্রীয়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক দিপক কর,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান সরকার,সাবেক ফুটবলার শাহাদাত হোসেন মুন,রেজওয়ান কবির সাগর, ধীরাজ কুমার দত্ত,সুজন কুমারদেবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া অনূরাগী ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD