March 24, 2023, 8:41 am

গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় গুরুতর আহত আলম মিয়া মারা গেছেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় গুরুতর আহত আলম মিয়া আজ দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আলম মিয়া পৌর শহরের গেল্লা মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, গতকাল সন্ধায় রিক্সা যোগে আলম মিয়া কাটা থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে কাটা মাজার রোডের নিকটে রিক্সা উল্টে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার্ট করলে রাতেই তাকে ঢাকায় নেয়া হলে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলম মিয়ার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ।এসময় তিনি তার শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।এ দুর্ঘটনায় আলম মিয়ার দুই বন্ধুও আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD