March 24, 2023, 9:58 am

চাচার ট্রলির চাকায় পড়ে ভাতিজার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নিজের চাচার ধান বোঝাই ট্রলির চাকার নিচে পড়ে আমান বাবু (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরিফ উপজেলার ত্রিশুলডাঙা গ্রামের শরিফ হোসেনের ছেলে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ওই গ্রামেই।

স্থানীয়রা জানান, এদিন সকাল সাড়ে ৯টায় আমান বাবু তার সহযোগীদের নিয়ে মাঠে খেলতে যায়। এসময় ধান বোঝাই একটি ট্রলি দেখে তারা ট্রলির পিছনে দৌঁড়াতে থাকে। ট্রলি এক সময় লাইনচ্যুত হলে ট্র্রলিটি পেছনে ব্রেক দেয়। এসময় অন্যান্য বাচ্চারা সরে গেলেও আমান বাবু কিছু বুঝতে না পারার ফলে ট্রলির পিছনের চাকায় পড়ে পিষ্ট হয়। পরে ট্রলির চালক আমানের চাচা আরিফ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় এখনও কোন অভিযোগ বা মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD