March 26, 2023, 3:32 pm

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী ফুলবাড়ীতে গ্রেফতার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর): ঢাকা জেলার আশুলিয়া থানার একটি চাঞ্চল্যকর ধর্ষন মামলার প্রধান আসামী অভিযুক্ত মোঃ আসাদুজ্জামান রকি (২৫) কে দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দিনাজপুর র‌্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি বিশেষ আভিযানিক দল।

গত সোমবার (৬ জানুয়ারি) রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়,সে দির্ঘদিন ধরে আত্ম গোপনে ছিল। আটক আসাদুজ্জামান রকি হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা।

দিনাজপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয়েছে, দিনাজপুর র‌্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি বিশেষ আভিযানিক দল, গত সোমবার (৬ জানুয়ারি) রাতে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানার একটি চাঞ্চল্যকর ধর্ষন মামলার আসামী মোঃ আসাদুজ্জামান রকি(২৫) কে আত্নগোপনকৃত অবস্থায় গ্রেফতার করে।

বিঙ্গপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোঃ আসাদুজ্জামান রকি ধর্ষনের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করে এবং গ্রেফতার এড়ানোর লক্ষে সে এই এলাকায় আত্নগোপন করে ছিল।

উল্লেখ্য, গত ২০২২ সালের ১৪ই মার্চ ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া বাজার এলাকাস্থ অভিযুক্ত আসাদুজ্জামান রকি, তার খালি বাড়ীতে, গ্যাসের চুলায় সমস্যার কথা বলে একই বিল্ডিংয়ের প্রতিবেশী তথা ভিকটিমকে বিষয়টি দেখার জন্য ডেকে এনে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই ধর্ষন মামলার বিষয়টি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় সহ ও স্থানীয় ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর মামলার সুত্র ধরে র‌্যাব তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD