March 24, 2023, 8:37 am

চুরি করে গাছ কাটায় কাউন্সিলর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পৌরসভার গাছ চুরির অভিযোগে ১নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।১০অক্টোবর সোমবার পৌর শহরের শান্তিনগর জাগরণী ক্লাবসংলগ্ন পুকুরপাড় থেকে গাছটি কর্তন করা হয়।

 

এ ঘটনায় পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) নাজমুল হুদা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন মামলার বিবরণে জানা যায়,গত সোমবার ঈদে মিলাদুন্নবীর দিনে প্রকাশ্য দিবালোকে একটি বড় মেহগনি গাছ চুরি করে কেটে ফেলে দুর্বৃত্তরা।

 

এ সময় বিষয়টি পৌর কর্তৃপক্ষ জানার পর পৌরসভার কর্মচারী নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়। ওই দিনই পৌরসভায় জরুরি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির তদন্তে চুরির গাছটি কাউন্সিলর জমিরুল কেটেছেন বলে তথ্য-প্রমাণ পাওয়ার পর বুধবার (১২ অক্টোবর) সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

 

মামলায় গাছটির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা হবে বলে উল্লেখ করা হয়। তদন্ত শেষে ১নং ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলামকে বুধবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। গাছ চুরির ঘটনা নিয়ে গত সোমবার জেলা আইন-শৃংখলা কমিটির সভায় তুমুলভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

 

এ,কে,আজাদ,রানীশংকৈল (ঠাকুরগাঁও)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD