March 24, 2023, 8:43 am

জমি লিখে না দেওয়ায় মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিল ছেলে, মামলার পর গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জমি লিখে না দেওয়ায় জাহেদা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলে বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধা মা বাদি হয়ে রাণীনগর থানায় ছেলে শাহাদ শাহ (৩০) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে শাহাদকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহাদ উপজেলার সদরের পশ্চিম বালুভরা মৃত মঞ্জিলা শাহ’র ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃদ্ধা জাহেদার স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তিতে বসতবাড়ি নির্মণ করে পরিবারের লোকজন বসবাস করে আসছিল। ওই সম্পত্তিতে ছেলে শাহাদসহ অন্য তিন ছেলে ও চার মেয়ে এবং বৃদ্ধা জাহেদার অংশ আছে। এরমধ্যে ছেলে শাহাদ তার মায়ের অংশের ওই জমি লিখে দিতে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলেন। কিন্তু জাহেদা ওই জমি তার ছেলেকে লিখে দিতে অসম্মতি জানায়। এরপর থেকে সম্পত্তি লিখে না দেওয়ায় দীর্ঘদিন ধরে মাকে বিভিন্নভাবে ছেলে শাহাদ মানসিক নির্যাতন করে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে মা জাহেদার উপর ছেলে শাহাদ হামলা চালিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে। এতে ছেলের মারপিটে মা গুরুত আহত হন। এ সময় মারপিটের পর ওই বৃদ্ধা
মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ বুধবার রাতে ছেলে শাহাদকে গ্রেফতার করে। এরপর পুলিশ ওই বৃদ্ধা মাকে তার নিজ বাড়িতে উঠিয়ে দেয়। আর গ্রেফতারকৃত ছেলে শাহাদকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD