March 25, 2023, 7:38 am
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অনু খাতুন ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের ওবায়দুল হকের মেয়ে ও ঠাকুর লক্ষিকুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সে জিপিএ ৪. ৯৪ পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুর লক্ষীকুল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শী গোলাম উদ্দিন ও সাগর আলী জানান, সোমবার অনুর এস এস সি পরীক্ষার ফলাফল জিপিএ-৫ না হাওয়ায় অনুর মা আছিয়া বেগম অনুর মুখে বিষ ঠেলে ও গলায় দড়ি দিয়ে ফ্যানের সঙ্গে টাঙ্গানোর চেষ্টা করে। এ সময় অনুর চিৎকারে এলাকাবাসী এসে মায়ের হাত থেকে উদ্ধার করে। পরে স্থানীয় ভাবে অনুর চিকিৎসা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো মজিবুর রহমান মজি বলেন, অনুর পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মা একটু শাসন করেছে তেমন বেশি কিছু নয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে মায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।