March 26, 2023, 4:03 pm

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সুমী বিজয়ী

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী হয়েছেন সুরমী আক্তার (সুমি)। তিনি অটোরিকশা প্রতীক নিয়ে ৫৫ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৪ ভোট, আনোয়ারা বেগম তালা প্রতীক নিয়ে ৪ ভোট, আব্দুল করিম হাতি প্রতীক নিয়ে ২ ভোট।

সোমবার দুপুরে এ ফলাফল ঘোষণা করেণ জেলা পরিষদ নির্বাচন ১ নং ওয়ার্ডের প্রিসাইডিং অফিসার শিমু দাস। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে চলে এ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি,১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ১০৭ ভোটের মধ্যে ১০৫টি ভোট কাস্টিং হয়।

 

কলিহাসান,দুগার্পুর (নেত্রকোণা)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD