March 24, 2023, 9:07 am

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলেন নুরুজ্জামান

নওগাঁ জেলা পরিষদের নির্বাচনে ৫ নাম্বার ওয়ার্ড ধামইরহাট উপজেলা আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১১৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। শান্তিপূর্ণ পরিবেশে দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

 

এতে জেলা পরিষদের সাবেক সদস্য মো. নুরুজ্জামান হোসেন হাতি প্রতীকে ৬১ভোট পেয়ে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোছা. আনজুয়ারা বেগম হরিণ প্রতীকে মোট ৪৭ভোট পেয়ে পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. নিলু আক্তার বই প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।

 

উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার। উল্লেখ্য: উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১৯জন। ১জনের ভোটারের ভোট বাতিল গণ্য হয়েছে।

 

গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD