March 25, 2023, 8:47 am

জেল ফেরত চয়েন ফের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে ঘরে ঢুকে গলায় রশি দিয়ে বেঁধে এক নারীকে হত্যা চেষ্টা মামলার আসামি চয়েন উদ্দীন ওরফে ভোদর (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফাতার করা হয়। গ্রেফতারকৃত চয়েন উদ্দীন উপজেলার মালশন গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মালশন গ্রামের মৃত ইব্রাহিম আলীর স্ত্রী ছালমা আক্তার মঙ্গলবার রাতে বাড়িতে একা ছিলেন। এ সময় চয়েন উদ্দীন বাড়িতে ঢুকে গলায় রশি দিয়ে এবং দড়ি দিয়ে ছালমার শরীর বেঁধে ফেলে ছালমাকে হত্যার চেষ্টা চালায়। এমতাবস্থায় ধস্তাধস্তির এক পর্যায়ে ছালমার একটি দাঁত ভেঙে যায়। এ সময় ওই নারী নিজের প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান চয়েন।

আরও জানা যায়, ২০১০ সালে চয়েন তার স্ত্রীকে হত্যার দায়ে জেল খেটে গত বছরের শেষের দিকে মুক্তি পায়। তখন ওই নারীর স্বামীসহ গ্রামের অনেকেই চয়েনকে গ্রেফতারের ব্যাপারে পুলিশকে সহায়তা করেছিল। সে কারণেই চয়েন ওই নারীকে হত্যার চেষ্টা করে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ছালমার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে চয়েন উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চয়েনকে এদিন দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD