March 24, 2023, 9:45 am

ড্রেনে মিললো মানুষের মাথার খুলি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ড্রেন পরিষ্কার করার সময় আবর্জনার সঙ্গে মানুষের মাথার খুলি পাওয়া গেছে। সোমবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালির মোড় এলাকার একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার পাটালির মোড়ের একটি ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন পরিচ্ছন্নতা কর্মীরা। বেলা ১১টার দিকে আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পান তারা। পরে থানা পুলিশকে বিষয়টি জানালে তারা এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যান।

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী খাইরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো ড্রেন পরিষ্কারের কাজ করছিলাম। হঠাৎ ময়লার সঙ্গে মানুষের মাথার একটি পুরনো খুলি উঠে আসে। এটি দেখার পর খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো কোন কবরস্থান থেকে খুলিটি কোনোভাবে ড্রেনে চলে এসেছে। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে তারা এসে খুলিটি উদ্ধার করেন।

স্থানীয় ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক শেখ খোয়াজ বলেন, ড্রেনে খুলি পাওয়ার খবর জেনেই ঘটনাস্থলে গিয়েছিলাম। খুলিটি কতদিন আগের বা কোথা থেকে পানির সঙ্গে ভেসে এসেছে বা কেউ ফেলে দিয়েছে কি না তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করবে।

এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খুলিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি আমরা তদন্ত করবো।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD