March 24, 2023, 10:19 am
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের ৩ টি থানায় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দেয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের ১নং যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ জানান, দলকে গতিশীল করার লক্ষ্যে আহবায়ক কমিটিগুলো ঘোষণা করা হয়। এতে উত্তর পশ্চিম থানা কমিটিতে আমিরুল ইসলামকে আহবায়ক, রিপন হাওলাদারকে সদস্য সচিব ও রূপনগর থানা কমিটিতে নুরুল আমিনকে আহবায়ক, সামছুল আলম মিন্টুকে সদস্য সচিব এবং পল্লবী থানা কমিটিতে বশিরুল আলমকে আহবায়ক, সাফায়েত হোসেন ব্যাপারী সোহেলকে সদস্য সচিব ঘোষনা করা হয়েছে।