June 5, 2023, 12:16 am

News Headline :
ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী, সা:আব্দুল আলিম ধুনটে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় নওগাঁয় চোখে ঝালের গুড়ো ছিটিয়ে ৩ নারীকে পিটিয়েছে শিক্ষিকা বঙ্গবন্ধুর সমাধিতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি মহাদেবপুরে হাত-পা বেঁধে পুুকুরে ফেলে হত্যা তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ হরিপুরে দূর্নীতির অভিযোগে চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন খাদ্য আমদানির প্রয়োজন হবেনা, রপ্তানির সম্ভাবনা দেখছি..খাদ্যমন্ত্রী ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার প্রস্তাবিত পর্যটন বাজেট প্রত্যাখান করেছে সম্মিলিত পর্যটন জোট

তিস্তার ভাঙ্গনে দিশেহারা জনজীবন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও  কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে । শীতকালে এই নদী হেঁটে পারাপার করতে দেখা যায় তীরবর্তী জনসাধারণদের । কিন্তু একটু পানি বেড়ে গেলেই নেমে আসে আতঙ্ক । শুরু হয় ভাঙ্গন । দিশেহারা হয়ে যায় জনজীবন । বিশেষ করে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা, বজরা, সাতালস্কর ও সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিমবাজার, কানি চরিতাবাড়ি, চর চরিতা বাড়ি এলাকায় প্রবল ভাঙ্গন শুরু হয় । ভাঙ্গনের ফলে বিগত ৩/৪ বছরে হারিয়ে গেছে কয়েক হেক্টর ফসলি জমি ও কয়েক হাজার মানুষের বসত ভিটা । ১০ বছর আগে বজরা হতে কাশিমবাজার বেড়িবাঁধ নির্মাণ করা হলেও তা ফলপ্রসূ হয়নি । অসময়ে নির্মাণ ও কিছু অসাধু লোকজনের কারনে বাধঁটির অর্ধেক আজ তিস্তার অতল গহ্বরে বিলিন । কিছুদিন পর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে চর বজরা এলাকায় টি-বাঁধ নির্মাণ হলেও তেমন কোন সুবিধা হয়নি । কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলনের ফলে প্রতি বছর পানির সময় বাধঁটি বিশাল হুমকির মুখে পড়ে । গত বছর আরও ভয়াবহ বিপদ নেমে আসে । দ্বিতীয় তিস্তা সেতুর বাইপাস সড়ক উলিপুর টু তিস্তা ব্রিজের মাঝখানে কাশিমবাজারের টেবরির মোড় এলাকায় নির্মাণাধীন সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা ভেঙে পড়ে তিস্তার গর্ভে । পানি উন্নয়ন বোর্ডে এ বিষয় জানানো হলে তারা জানায় এখানো কোন বরাদ্দ নেই । এরপর এলাকাবাসীর চাপে সামান্য কিছু জিও ব্যাগ দেয় পানি উন্নয়ন বোর্ড । এই ব্যাগ নিয়ে কারচুপির অভিযোগ ছিল এলাকাবাসীর । এর পর সুন্দরগঞ্জ উপজেলার এমপি শামীম হায়দার পাটোয়ারী সামান্য কিছু জিও দিলে সেটাও কোন কাজে আসেনি । বর্তমান কাশিমবাজার সংলগ্ন এলাকায় চলছে তুমুল ভাঙ্গন । হুমকির মুখে কাশিমবাজার হাট যা এলাকার একমাত্র বাজার, কাশিমবাজার বালিকা উচ্চবিদ্যালয়, নাজিমাবাদ দ্বিমুখী উচ্চবিদ্যালয়, নাজিমাবাদ আলিম মাদ্রাসা এবং দুটি মসজিদ ।
তাই এই সব এলাকায় অসহায় মানুষদের দাবি নদী ভাঙ্গন এলাকায় গুলোতে পরিমাণ মত বরাদ্দ এবং  অবৈধ ভাবে  নদী থেকে বালু উত্তলোন বন্ধ করা |
পরিকল্পনা অনুযায়ী কাজ না করলে অচিরেই দেশের এক বৃহৎ এলাকা নদী গর্ভে বিলিন হয়ে যাবে।
হারিয়ে যাবে কয়েকটি গ্রাম । কয়েকশত পরিবার ও হাজার হাজার একর ফসলি জমি ।
    —-রংপুর প্রতিনিধি( আসাদুল্লাহ হাবিব  )

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD