March 26, 2023, 2:22 pm

তুরাগে মামস্ ‘প্যারেন্টিং কনফারেন্স’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগে অনুষ্ঠিত হয়েছে মামস্ এম.এ আউয়াল স্কুল এন্ড কলেজ ‘প্যারেন্টিং কনফারেন্স-২০২২’। আজ (শনিবার) সকালে তুরাগের কামারপাড়ায় এম.এ আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজনটি সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রায় দুই শতাধিক অভিভাবকবৃন্দ।
ট্রাস্টি বোর্ডের ফাউন্ডার মেম্বার ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এ্যাড. আব্দুল বাতেন এর সভাপতিত্বে আয়োজনটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রফেসর ইউসুফ মাহবুবুল আলম, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. আফরোজা বুলবুল আফরিন, সিসটেক পাবলিকেশন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবিএম সোহেল রশিদ ও বিশেষ বক্তব্য প্রদান করেন যাদু শিল্পী জুয়েল আইচ। এসময় শিক্ষা প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কনফারেন্সে সন্তানদের নৈতিক শিক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পিতামাতার করণীয় প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে অভিভাবকদের মাঝে তাদের স্কুল-কলেজ পড়–য়া সন্তানদের দূরত্ব সৃষ্টি হওয়ায় সমাজে নানা ধরণের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে। সন্তান সঠিক পথে আছে কিনা, সে কার সাথে চলছে, সন্তানরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোন কোন বিষয়গুলো সার্চ করছে এসব বিষয়ে পিতামাতাদের অবশ্যই নজরদারি রাখা একান্ত কর্তব্য। বক্তব্যে মোবাইল ও ডিজিটাল ডিভাইসে শিক্ষার্থীদের আসক্তি ও প্রতিকারে অভিভাবকদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত ডিজিটাল পাঠদান পদ্ধতি ডিজিটাল পাঠ্যবইয়ের সাহায্যে উপস্থিত অভিভাবকদের সামনে উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির কিডস্ মাস্টার লার্নিংপেন কনসালট্যান্ট নুরুজ্জামান ফিরোজ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন মামস্ ডিরেক্টর ইসমাইল মিয়া আলিফ। অনুষ্ঠান শেষে আগত অভিভাবকদের মাঝে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ‘প্যারেন্টিং কনফারেন্স-২০২২’ সফল করায় মামস্ কর্ণধার বীর মুক্তিযোদ্ধা এম.এ আউয়াল আয়োজনে অংশগ্রহণকারী অতিথি এবং সকল অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD