March 25, 2023, 7:16 am

দুর্গাপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ নিহত-১

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মো.মিলন মিয়া(১৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং চালক সহ গুরুতর আহত হয়েছে আরও ৩ জন । মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়া পার্শবর্তী কলমাকান্দা উপজেলা বেলতলী গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা হলেন, নেত্রকোণা সদরের কোনাপাড়া গ্রামের শাহআলম (২০),কেন্দুয়া উপজেলার জুনায়েদ আহমেদ রায়হান(২০) ও মদন উপজেলার চাঁনগাও গ্রামের সামিউল ইসলাম(১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা ৪জন মোটরসাইকেল যোগে দুর্গাপুরের বিজয়পুরের দিকে বেড়াতে আসতেছিলো। অপরদিকে দুর্গাপুরের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষনা করেন ও অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সৌরভ সাহা জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক টিকে আটক করলেও চালক পালিয়ে যান। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। স্বজনদের থেকে অভিযোগ আইনগন ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD