March 26, 2023, 4:25 pm

দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলার ২০জন দুঃস্থ ব্যক্তির মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ঢেউটিন ও চেক বিতরণ করেণ।

এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মো. সাইফুল ইসলাম,দুগার্পুর সাংবাদিক সমিতির সাধারণ  সম্পাদক ওয়ালী হাসান কলি প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক দুঃস্থ ব্যক্তিকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়া হয়েছে।

 

কলিহাসান,দুর্গাপুর (নেত্রকোণা)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD