March 25, 2023, 7:04 am
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীর অর রশিদ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মো. দুদু মিয়া, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, কালাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতলিব, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু, উপজেলা আনসার ভিডিপি অফিসার শরিফ উদ্দিন, বিজিবি’র নায়েক সুবাদার রমিজ উদ্দিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অজয় কুমার দেব, ফিনলের ডিনষ্টন চা বাগানের ব্যবস্থাপক মাসুদ রানা, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি সুমন রায় প্রমুখ।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া প্রতিটি মন্দিরে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে নিয়মিত আইন শৃংখলা বাহীনির পাশাপাশি অতিরিক্ত ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োগ ও তাদের ২ টি করে রিফ্লেক্টিক জ্যাকেট, ষ্টিক ও বাঁশি সরবরাহ করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এসব নিরাপত্তা সংশ্লিষ্ট সামগ্রী প্রদান করা হয়।
সভায় উপজেলার ১শ’৫৫ টি পূজা মন্ডবে ৫শ’ কেজি করে সরকারের পক্ষে মোট ৭৭ দশমিক ৫ মে.ট. চালের ডিও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দেরহাতে তুলে দেয়া হয়।
এবছর শ্রীমঙ্গল পৌরসভায় ১৭ টিসহ উপজেলায় ১৬৭ টি মন্দিরে শারদীয় দূর্গোৎস অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৫৫টি সার্বজনীন ও ১২টি ব্যক্তিগত পূজা মন্ডব স্থাপন করা হয়েছে।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি