March 24, 2023, 10:27 am
গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দক্ষ মানব সম্পদ তৈরির অঙ্গীকার নিয়ে আইডিয়াল মাদরাসার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় নূরানী শপিং কমপ্লেক্সের (থানার সামনে) দ্বিতীয় তলায় মাওলানা মো. আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী মাদরাসার উদ্বোধন করেন। এসময় ছয়জন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, মো. আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গোলাম রব্বানী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ, মো. মোজাম্মেল হক কাজী, আইডিয়াল মাদরাসার ভাইস চেয়ারম্যান, মো. সাইফুল ইসলাম প্রমুখ।