March 26, 2023, 2:49 pm

ধামইরহাটে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-২

নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ঘোষিত মাদক দ্রব্য টাপেন্টাডলসহ মিন্টু (৩৫) ও আকমল হোসেন চৌধুরী সাগর (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় এসআই মুমিন ও তার সঙ্গীয় ফোর্স এক অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার উত্তর চকযদু ৬ নম্বর ওয়ার্ড গার্লস স্কুল রোডে নিন্টুর কাছ থেকে ২০ পিচ ও আকমল হোসেন চৌধুরী সাগরের কাছ থেকে ২০ পিচসহ মোট ৪০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফার্সিপাড়া গ্রামের ফরিদের ছেলে মিন্টু ও উত্তর চকযদু ৬ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন চৌধুরী সিজনের ছেলে আকমল হোসেন চৌধুরী সাগর।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, তাদের দুজনকে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে দুপু সাড়ে বারোটায় জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD