March 25, 2023, 7:25 am
গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘চিরি পাড়ের যুব সমাজ’-এর আয়োজনে ও উপজেলার সুধী সমাজের সহযোগিতায় “যুক্তিই হোক মুক্তির পথ” শীর্ষক বিষয়ের উপরে দুইদিনব্যাপী বিতার্কিক কর্মশালার উদ্বোধন করা হয়।
উক্ত কর্মশালায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএম খেলাল-ই-রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. আজাহার আলী মন্ডল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার, জুলফিকার আলী শাহ্, ‘গ্রীণ ভয়েস’-এর প্রধান সমন্নয়ক, আলমগীর কবির, প্যানেল মেয়র, মেহেদী হাসান, ‘চিরি পাড়ের যুব সমাজ’-এর সভাপতি, আবাবিল মোহাম্মদ প্রমুখ।
‘চিরি পাড়ের যুবসমাজ’-এর সভাপতি আবাবিল মোহাম্মদ জানান যে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আগামী দুইদিনব্যাপী উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪৫টি দল গঠন করা হয়েছে। এদের মধ্য থেকে প্রতিদলে ৫জন করে শিক্ষার্থীকে নিয়ে এ কর্মশালায় তারা অংশগ্রগহণ করতে পারবেন।