March 26, 2023, 2:29 pm

ধামইরহাটে বড়দিন উদযাপনের আলোচনা সভা

গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে পারগানা বাইসি, আদিবাসী সমবায় সমিতি লিমিটেড ও উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নির্বিঘ্নে বড়দিন উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় ধামইরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিরাডাঙ্গা উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষ্যে সাঁওতালি ভাষা রোমান বর্ণ সংরক্ষণ, উরাও, পাহান, মুন্ডা, মাহালী, সিংদের মাইথান, মাইঝিথান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ মাদক নির্মূলের উপর বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন পারগানা বাইসি উপজেলা শাখার সভাপতি সেবাস্তিয়ান হেমরম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো. শহীদুল ইসলাম, উপজেলা আদিবাসী বহুমুখী সংগঠনের সভাপতি, ঈশ্বর মার্ডি, সাধারণ সম্পাদক, বিশ্বনাথ টুডু, আদিবাসী পারগানা পরিষদের সাধারণ সম্পাদক, কুরশিদ পাহান, ধামইরহাট উপজেলা শাখা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, রামজনম রবিদাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD