March 25, 2023, 8:49 am

ধামইরহাটে ‘বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-(বাসদ)’-এর প্রতিবাদ সভা

গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সার, বীজ, কীটনাশকসহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে ‘বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-(বাসদ)’-এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ডিসেম্বর) বিকাল ৪টায় ধামইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলী মোড়ে ‘বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-(বাসদ)’-এর ধামইরহাট উপজেলা শাখার সভাপতি দেবলাল টুডুর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক রবিউল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক তারামনি, নওগাঁ জেলা শাখা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক ও ‘বাসদ’ কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াজেদ পারভেজ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বিভিন্ন দাবি জানায়। দাবিসমূহ হলো:
১. সার, বীজ, কীটনাশকসহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে।

২. গ্রামে গ্রামে সেনাবাহিনীর দরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

৩. নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD