admin
- Thursday, September 8, 2022 / 64 বার পঠিত

নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কিশোরী মেয়েদের নেতৃত্বে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী।
প্রতিযোগিতা শেষে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় চাম্পিয়ন ও রানার্স আপ হিসেবে বিজয়ী সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের মধ্য পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল কুমার রুরাম, প্রোগ্রাম কর্মকর্তা ডেনিস তপ্ন, নাথন চৌকিদার, শ্যামল মন্ডল, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তা, রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন সুরভী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিনসহ দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি