April 1, 2023, 10:52 pm
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় ধামইরহাট উপজেলা শাখা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের শোভাযাত্রা ব্যানার ফেস্টুন ও দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে সমাবেশে উপস্থিত হতে দেখা যায়।
উপজেলা বিএনপির আহবায়ক ফেরদাউস খান সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, সরকারের লুটপাট, নির্যাতন ও সকল হত্যার বিচার করে বর্তমান জুলুমবাজ অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।‘
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম চঞ্চল, আখলাকুর রহমান রতন, সারোয়ার কামাল চঞ্চল, খাইরুল আলম গোল্ডেন, শফিউল আজম টুটুল, পৌর শাখা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. ফেরদৌস হাসান, আখরাজুল ইসলাম চৌধুরী, মনোয়ারুল কায়সার বুলবুল, পৌর যুগ্ম আহবায়ক কামরুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি কেএমএস মুসাব্বির শাফি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, মাসুদার রহমান প্রমুখ।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি