March 24, 2023, 10:28 am

ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

 

গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযু্ক্তি মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মো. সোহেল রানা।

স্মৃতিসৌধ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, কাজল কুমার সরকার, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD