March 26, 2023, 3:49 pm

ধামইরহাটে সূর্যপূজা পালিত

গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৩১ অক্টোবর) সনাতন ধর্মালম্বীদের সূর্যপূজা বা ছটপূজা পালিত হয়েছে।

দুইদিন ব্যাপী এ পুজার প্রথম দিনে রবিবার (৩০ অক্টোবর) বিকেলে বিভিন্ন মানত পূরণে সূর্য দেবতাকে সন্তুষ্টির জন্য উপজেলার ঘুকশী নদীর পাড়ে পুণ্যার্থীরা সমবেত হয়।

ছট >ছটা >সূর্য রশ্মির ছটার পূজা অর্থাৎ সূর্যের পূজা। ছট্‌ অর্থাৎ ছটা বা রশ্মির পূজা। এই রশ্মি সূর্য থেকেই পৃথিবীর বুকে আসে। সুতরাং এই পূজা আসলে সূর্যদেবের পূজা। প্রত্যক্ষভাবে ‘ছট’-এর পূজা হলেও এই পূজার সঙ্গে জড়িত আছেন স্বয়ং সূর্যদেব, আছেন মা গঙ্গা এবং দেবী অন্নপূর্ণা। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এ পূজা পালিত হয়।

নিয়মানুযায়ী পূজার প্রথম দিনে পুণ্যার্থীরা ফুল, ফলসহ নানা পূজার সামগ্রী নিয়ে নদী পাড়ে উপস্থিত হন। সূর্য দেবতার সন্তুষ্টি কামনায় পুণ্যার্থীরা সূর্যাস্তের আগে নদীতে পুণ্যস্নান করেন। পরেরদিন ভোরে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত একই নিয়মে তারা পূজার আনুষ্ঠানিকতা করেন।

রবিবার, ৩০ অক্টোবর সূর্যাস্তে প্রথম অর্ঘ্য এবং আজ সোমবার, ৩১ অক্টোবর সূর্যোদয়ে দ্বিতীয় অর্ঘ্য প্রদানের মাধ্যমে সমাপ্তি হয় এ পূজার।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD