March 26, 2023, 3:58 pm
গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কমরইল (বেড়াআড়া) সোহরাই উৎসব কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগে ঢাকঢোল ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ২০তম ঐতিহ্যবাহী সোহরাই উৎসব উদযাপিত হয়েছে।
বুধবার (২৭অক্টোবর) বিকেল সাড়ে চারটায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের কমরইল (বেড়াআড়া) আদিবাসী ফুটবল মাঠে সোহরাই উৎসবের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক, খালিদ মেহেদী হাসান পিএএ। এতে সভাপতিত্ব করেন উপজেলা সোহরাই উৎসব কমিটির সভাপতি, বিশত তিগ্যা।
সরেজমিনে দেখা যায়, একদিন ব্যাপি এ উৎসবে চাঁপাইনবাবগঞ্জে, বদলগাছী, পোরশা, সাপাহার, নিয়ামতপুর, জয়পুরহাটসহ ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের ৫৩টি দল এ উৎসবে অংশগ্রহণ করে।
এসময় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী পুরুষেরা এক জায়গায় সমবেত হয়ে নারীরা হলুদ-সাদা পাড় ও সাদা লাল পাড়ের শাড়ি, খোঁপায় বাহারি রঙের ফুল, হাতে ফুলের চুড়ি ও পায়ে বিছাসহ গলায় সামুদ্রিক ঝিনুকের মালা পরে নানান সাজে উপস্থিত হন। অন্যদিকে পুরুষেরা সাদা ধুতি, গেঞ্জি ও গলায় মাদল, কাঁধে ঢাকঢোল নিয়ে দলবদ্ধ হয়ে নৃত্য পরিবেশন করেন।
উপজেলা কারাম পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদীপ কুমার আগারওয়ালা বলেন, “সোহরাই আদিবাসী জনগোষ্ঠীর প্রধান উৎসব। সোহরাই উৎসব হয়ে থাকে কার্তিক মাসে। সাঁওতালি বর্ষপঞ্জিতে কার্তিক মাসকে ‘সহরাই বঙ্গা’ বলে। ঠাকুর জিউ-ঠাকরাণ (স্রষ্টা) এবং বঙ্গা (দেবতা)’র কাছে মানুষসহ গৃহপালিত প্রাণীর মঙ্গল কামনা করা হয়।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউএনও) মো. আরিফুল ইসলাম, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইসমাইল হোসেন মোসতাক, কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক, আকতার হোসেন, ধামইরহাট মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, রুহেল আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেকেন্দার আলী প্রমুখ।