March 24, 2023, 9:12 am

ধামইরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশন

গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ‘বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ’-এর আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারী দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে ধামইরহাট উপজেলা শাখা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ-‘এর সভাপতি খোকা মাহাতোর সভাপতিত্ব ‘ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার’ স্লোগান দিয়ে বক্তারা সরকারের কাছে তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। দাবিসমূহ হলো:
১। সংখ‌্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন
২। বৈষম‌্য বি‌লোপ আইন প্রণয়ন
৩। দেবোত্তর সম্প‌ত্তি সংরক্ষণ আইন প্রণয়ন
৪। জাতীয় সংখ‌্যালঘু ক‌মিশন গঠন
৫। অ‌র্পিত সম্প‌ত্তি প্রত‌্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন
৬। পার্বত‌্য শা‌ন্তিচু‌ক্তি ও পার্বত‌্য ভূ‌মি ক‌মিশন আইনের যথাযথ বাস্তবায়ন
৭। সমত‌লের আদিবাসী‌দের জন‌্য পৃথক ভূ‌মি ক‌মিশন গঠ‌ন।

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা শাখা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, নিখিল দেবনাথ, যুগ্মসাধারণ সম্পাদক মিঠুন কুমার মন্ডল, সমীরন হেমরম, দপ্তর সম্পাদক রাফায়েল সরেন, প্রচার সম্পাদক সুফল রায়, সহ-প্রচার সম্পাদক পাস্কায়েল হেমরমসহ উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD