March 22, 2023, 12:53 pm

ধুনটে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কারিমুল হাসান লিখন, ধুনট: বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় কিনু মন্ডল নামের সত্তর উর্ধ্ব নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৬ মার্চ বুধবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিনু মন্ডল উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কিনু মন্ডল ব্যাক্তিগত কাজের জন্য বুধবার দুপুরে বাড়ি হতে ধুনট সদরের উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে অসাবধানতা বসত রাস্তা পার হতে গিয়ে ধুনট থেকে আসা ব্যাটারি চালিত অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে বৃদ্ধ কিনু মন্ডল গুরুতর আহত হলে, স্থানীয় লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানেই বুধবার রাত সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত বৃদ্ধের মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD