March 26, 2023, 3:20 pm
বগুড়ার ধুনটে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সোমবার (২৬ সেপ্টেম্বার) ধুনট থানা পুলিশের আয়োজনে বিকাল সাড়ে ৪ টায় থানা চত্বরে এ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় চন্দ্র সরকার, সাধারন সম্পাদক স্বপন কুমার সরকার।
এসময় ধুনট থানার এসআই আসাদুজ্জামান, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলমসহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৯টি পূজা দূর্গা পুজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
কারিমুল হাসান লিখন, ধুনট