March 24, 2023, 9:55 am

ধুনটে দালাল চক্র ঘেরা পরিষদ, ভোগান্তি সাধারন মানুষের

বগুড়ার ধুনট উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোতে সাধারন মানুষকে সহযোগিতা করার নামে টাকার বিনিময়ে নানা ধরনের কাজের দালালি পন্থায় সক্রিয় হচ্ছে একটি চক্র। তারা জন্ম নিবন্ধন তৈরি বা জাতীয় পরিচয় পত্র সংশোধন, বয়স্ক ভাতাসহ ভিজিএফ ভিজিডি কার্ড তৈরি করে দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

 

নানা কাজের দালাল চক্রের নানা কৌশল থাকলেও অভিনব কৌশল খাটাতে পিছিয়ে নেই চাল কালোবাজারিরাও। অনেক সময় দেখা যায় খুচরা চাল ব্যববসায়ীরা অন্যের জাতীয় পরিচয় পত্র দিয়ে সংশ্লিষ্টদের সাথে যোগ সাজসে ভুয়া কার্ড তৈরী করে ভিজিডি, ভিজিএফ এর চাল তুলে নেয়। এমন কি দুন্থ্যদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাল কালো বাজারে কিনতে পরিষদ চত্বর বা চাল বিতরণ কেন্দ্রে ওঁৎ পেতে থাকে ব্যববসায়ীিরা। তারা শুধু সুবিধা ভোগিদের কাছ থেকে চাল কিনতে আসেনা বরং একটি চক্রের মাধ্যমে চাল সংগ্রহ করতেও মরিয়া। বেশ কিছু স্থানে প্রকাশ্যেই ওজন পরিমাপক মিটার বা পাল্লা বাটখারা নিয়েও বসে থাকে অনেক চাল ব্যবসায়ী।

 

উপজেলা জুড়ে বেশ কয়েক বার ভ্রাম্যমান আদালত পরিচালনা হবার পর চাল ব্যববসায়ীদের প্রকাশ্যে কেনা বেচা বন্ধ হলেও, চাল বিতরণকারী ডিলারদের সাথে যোগ সাজসে চাল সংগ্রহ করে থাকে। যে সকল ইউপি সদস্য ভুয়া পরিচয়পত্র দিয়ে ভিজিডি, ভিজিএফ বা ১০ টাকা কেজির সুবিধা ভোগি কার্ড তৈরি করে থাকে তারা মুলত চাল বিতরণকারী ডিলারদের সাথে যোগ সাজসে কালো বাজারে বিক্রি করে।

 

পরিষদ থেকে সুবিধা ভোগিদের জন্য বরাদ্দকৃত চাল মুলত তিনটি ধাপ পেরিয়ে কালো বাজারে বিক্রি হয়। অসাধু ইউপি সদস্য হতে ডিলারের মাধ্যমে কালো বাজারি চাল বিক্রেতা। মুলত এ তিন স্তরেই তৈরী হয় কালোবাজারির চক্র।

 

কারিমুল হাসান লিখন, ধুনট

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD