March 24, 2023, 9:20 am

ধুনটে বিধবা নারীর বসতবাড়ীতে অগ্নিকান্ড, এমপির দেওয়া উপহারসহ পুড়ে গেল সবই

বগুড়ার ধুনটে হিসা রানী (৪২) নামের এক বিধবা নারীর বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৪ সেপ্টেম্বার বুধবার দিবাগত রাত ১১ টায় উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বিধবা হাসা রানী ওই গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী। মোটরসাইকেল দুর্ঘটনায় তার স্বামী মারা যাবার পর ওই বাড়িতে ২ ছোট ছেলে ও ১ মেয়ে সহ বসবাস করে আসছিলেন। তার স্বামী মারা যাবার পর স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান পরিবারটিকে একটি গরু উপহার দিয়ে সহযোগিতা করেছিলেন। ঘটনার দিন রাত ১১টায় আকষ্মিক অগ্নিকান্ডে উপহারের গবাদি পশু সহ বিধবার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামসুল আলম বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারণে ঘটনারস্থলে এসে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ধারনা করা হচ্ছে আগুনটি বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই হয়েছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়।

 

কারিমুল হাসান লিখন, ধুনট

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD