March 24, 2023, 9:33 am

ধুনটে ভূট্টা চাষে বাড়তি সময় পার করছে চাষীরা

কারিমুল হাসান লিখন, ধুনট: যুগ যুগ ধরে ভুট্টা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট চাহিদা রয়েছ। প্রন্তিক চাষিদের কাছ থেকে ভুট্টা সংগ্রহ করে শুধু পশু, মুরগি ও মাছের চাহিদা মিটাতেই প্রতি বছর প্রায় ২ লক্ষ ৮০ হাজার টন ভুট্টার প্রয়োজন হয়ে থাকে।

ভুট্টার নানামুখী চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ছে ভূট্টা চাষও। চলতি মৌসুমে বগুড়ার ধুনটে গত বছরের তুলনায় ভূট্টা চাষ বেড়েছে ১০ ভাগ। কুয়াশার কারনে গাছের গড়া যেন ভেজা না থাকে সে জন্য বাড়তি পরিচর্যা করতে ব্যাস্ত সময় পার করছে প্রান্তিক চাষিরা। তবে কুয়ার কারনে পচন রোগ থেকে বাঁচতে অনেকেই আগাম চাষকৃত ভূট্টা ক্ষেতে দানা বাঁধতে শুরু করেছে। তবে গত বারের চেয়ে দাম ভালো পাওয়া আশায় মৌসুমি চাষ হিসেবে অনেকে ভূট্টার চারা গাছের পরিচর্যায় ব্যাস্ত।

উপজেলার একজন সফল ভুট্টা চাষি নজরুল ইসলাম জানান, ভালো বীজ সংগ্রহে বিভিন্ন কোম্পানী ও এনজিও প্রতিষ্ঠান প্রান্তিক চাষিদের নানা ভাবে সহযোগিতা করে থাকে। এছাড়াও কোন সমস্যা হলে উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে চাষাবাদ করে স্থানীয় কৃষিজীবীরা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সিনজেনটা ও গাকের উদ্ভাবিত যথাক্রমে ৭৭২০ ও দুর্জয় জাতের ভূট্টা চাষ গত বছরের চেয়ে তুলনামুলক অনেকটাই বেশি চাষ হচ্ছে। চলতি মৌসুমে উপজেলা জুড়ে ১০ হেক্টর জমিতে ভূট্টা চাষ হচ্ছে। যা গত বছরের চেয়ে ১০ ভাগ বেশি। এছাড়াও বিভিন্ন জাতের বীজ সংগ্রহ করে অনেক প্রান্তিক চাষিই আগাম ভূট্টা চাষ করেছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD