March 24, 2023, 8:49 am

ধুনটে মুদি দোকানে যৌন উত্তেজক ঔষধ

বগুড়ার ধুনট উপজেলা জুড়ে প্রায় এলাকার বাজার গুলোর মুদি, বারিয়াতি ও পানীয় বিক্রির দোকানে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক নানা ধরনের ঔষধ। মুদি ও বারিয়াতি দোকানে যৌন উত্তেজক সিরাপ জিনসিনসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ক্যাপসুল এবং পানীয় বিক্রির দোকানে ফ্রিজে সংরক্ষন করে জিনসিনসহ নানা ধরনের যৌন উত্তেজক সিরাপ বিক্রি হয়।

 

সরজমিনে দেখা যায়, বিশেষ করে সন্ধ্যার পর থেকে বাজারের দোকান গুলো বন্ধ হবার আগ পর্যন্ত এ ধরনের ঔষধ ক্রয়ের জন্য অপেক্ষায় থাকে অনেকে। এছাড়াও বাজার গুলোর নিরব শুনশান গলির ভিতরে কবিরাজি নামের বিভিন্ন বানিয়াতির দোকানে ২৪ ঘন্টা ক্রয় বিক্রয় হচ্ছে নাম সর্বস্ব নানা ধরনের কোম্পানীর বিভিন্ন যৌন উত্তেজক ঔষধ। নির্ভয়ে অবাধে কেনাবেচা চলমান থাকায় মাদকসেবীসহ বাড়ছে নানা ধরনের সামাজিক অপরাধ প্রবনতা। পাশাপাশি বাড়ছে যৌন রোগীর সংখ্যাও। উঠতি বয়োসি যুবক ও মাদকসেবীরাই এ ধরনের ঔষধে বেশি আকৃষ্ট। প্রশাসন এ বিষয়ে অবগত না হলেও, বাজারের দোকান মালিকগন কি অবগত নয়? দোকান বা পজিশন মালিকগনের তদারকি না থাকায় আইন প্রয়োগকারী সংস্থা বা প্রশাসনের উপর চাপ বাড়তে থাকে।

 

এ ভাবে যৌন উত্তেজক ঔষধ বিক্রি বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ খুবই জরুরী বলে মনে করেন বিভিন্ন শ্রেনী পেশার সুশীল ও সচেতন মানুষ। এখনই যদি এ ধরনের ক্ষতিকারক ঔষধ বিক্রি বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে যুবশক্তিসহ হুমকির মুখে পড়ে চরম বিপর্যয় নেমে আসতে পারে সামাজিক ব্যবস্থাপনায়।

 

কারিমুল হাসান লিখন, ধুনট

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD