March 25, 2023, 8:18 am

ধুনটে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

কারিমিল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে সিএনজি চালিত অটোরিকশা ও ডিজেল চালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে রনজু মিয়া (৬৪) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় ধুনট-জোড়শিমুল সড়কের ধুনট সরকারি ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজু মিয়া সারিয়াকান্দি উপজেলার চরপাড়া গ্রামের মথুরাপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। এ দুর্ঘটনায় আহতরা হলেন একই উপজেলার কড়িতলা গ্রামের মনির হোসেনের ছেলে দুদু সরকার (৬২), মথুরাপাড়া এলাকার অসিম উদ্দিনের ছেলে বোচা মণ্ডল (৬৫) ও তার স্ত্রী কহিনুর খাতুন (৫৮)।

জানা যায়, ঘটনার দিন সকাল ৮ টায় বগুড়ার শেরপুর থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা ধুনট হয়ে সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এলাকার দিকে রওনা হয়। পথিমধ্যে সকাল ৯ টায় ধুনট সরকারি ডিগ্রী কলেজের সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ডিজেল চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রনজু মিয়াকে মৃত ঘোষনা করে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিহাবুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিয়ে আসা রনজু মিয়াকে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। আহত দুদু সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বোচা মণ্ডল ও কহিনুর খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরই সিএনজিচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD