May 28, 2023, 7:22 pm
কারিমুল হাসান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের সুত্রধরে বোরো ফসল থেকে বঞ্চিত হয়েছে ৪ কৃষক। সরজমিনে গত ২২ই মার্চ বুধবার বিকালে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর গোপালপুর গ্রামের খাদুলী এলাকায় গিয়ে জানা যায়, ঐ গ্রামের মৃত আলতাব হোসেনের ৪ ছেলে কৃষক শাহ কামাল, শাহাদাত হোসেন, শাহ আলম ও শাহ আলী দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছে। এতমত অবস্থায় জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে তার চাচা আবুল হোসেনের ছেলে রেজাউল ইসলাম, বেলাল হোসেন, হেলাল উদ্দিন ওই ৪ কৃষকের জমিতে সেচ বন্ধ করে দেয়। এতে ৮ বিঘা জমি পতিত হওয়ায় চার কৃষকের বোরো মৌসুমে প্রায় ১৫০ মন ধান থেকে বঞ্চিত হয়েছে। যার আনুমানিক ২ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ভুক্তভোগী কৃষক শাহ কামাল জানান, গোপালপুর খাদুলী মৌজায় আমাদের পৈত্রিক সম্পত্তির ২৩ শতাংশ জমিতে আমার চাচাতো ভাইয়েরা জোড় পুর্বক ঘর নির্মান করে। অবৈধ ভাবে আমাদের জমিতে ঘর নির্মাণ করে দখলে নেয়ায়য় বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে শত্রুতার মুলক আমাদের অন্যত্র থাকা ৮ বিঘা চাষাবাদ যোগ্য জমিতে সেচ বন্ধ দিয়েছে রেজাউল ও তার লোকজন। সেচ অভাবে জমি পতিত হওয়ায় আমি ও আমার চার কৃষক তাদের নিকট সেচের পানি চাইতে গেলে, পানি দিবেনা বলে সাফ জানিয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করার পর একাধিকবার স্থানীয় ভাবে বৈঠক করেও কোন নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হওয়ায় চলতি বছরের বিগত ১৯ ফেব্রুয়ারী ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।
এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, চার কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।