March 22, 2023, 1:42 pm

ধুনটে স্বপনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পদ বানিজ্যের অভিযোগ

কারিমুল হাসান লিখন, ধুনট: বগুড়ার ধুনটে ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগে অর্থের বিনিময়ে পদ বানিজ্যের অভিযোগ উঠেছে। দলের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। কালেরপাড়া ইউনিয়নের চারজন দলীয় পদ প্রার্থী বগুড়া জেলা ছাত্রলীগ বরাবর লিখিত ভাবে এ অভিযোগ করে।

অভিযোগ পত্র সুত্রে জানা যায়, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা উপলক্ষে গত ২২ ফেব্রুয়ারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটিতে স্থান পেতে কালেরপাড়া বটতলা নামক স্থানে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপনের সাথে দেখা করে আবু হুরাইরা নাদিম নামের এক সাধারন সম্পাদক পদের পদপ্রার্থী। সেখানে আলাপের এক পর্যায়ে নাদিম কে পদ দেওয়ার কথা বলে ৭০ হাজার টাকা দাবি করে। নাদিম টাকা দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয়। পদ দেওয়ার কথা বলে কাওসার আহম্মেদ নামের আরো এক সাধারন সম্পাদক পদপ্রার্থীর কাছে অর্থ খরচের চাহিদা দেখায় আবু সালেহ স্বপন। ইউনিয়ন কমিটিতে পদ দেবে এই মর্মে আতিকুর রহমান নামের এক সাধারন সম্পাদক পদপ্রার্থীকে দেখা করতে বলে আবু সালেহ স্বপন। আশ্বাষ পেয়ে গোসাইবাড়ী কলেজ গেটে দেখা করে আতিকুর রহমান। সেখানে আলাপ চারিতার একপর্যায়ে সে বুঝতে পারে পদ দেওয়ার কথা বলে কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটির আহবায়ক মাসুম তরফদারের মাধ্যমে হাসিবুল হাসান কর্ণেল নামের একজনের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছে আবু সালেহ স্বপন। স্বপন আতিককে জানায় তুমি যদি পদ নিতে চাও তাহলে কর্নেল নামের ব্যাক্তাকে টাকা ফেরত দিতে হবে। এতে যদি রাজি থাকো তাহলে ৫০ হাজার টাকা নিয়ে মাসুম ও কর্ণেলের সাথে দেখা কর। ওনারা ২ জন শুপারিশ করলেই তোমার কাঙ্খিত পদ পাবে। এমন কথা নিশ্চিত হওয়ার পর সে বাড়ীর গাভী বিক্রি করে ৫০ হাজার টাকা গত ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের কাদাই বাজারে মাসুমের হাতে দেয়। সাধারন সম্পাদকের পদ তুমিই পাবে এমন আশ্বাষ দিয়ে আতিকুর রহমানকে বাড়ি পাঠিয়ে দেয়। শুধু সাধারন সম্পাদক নয়, পদ দেওয়া কথা বলে তানভীর আহম্মেদ নামের এক সভাপতি পদপ্রার্থীর নিকট থেকে নেয়া হয়েছে অগ্রীম টাকা নিয়েছে দলের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন। এতে সন্তুষ্ট না হয়ে তানভীরের নিকট থেকে আরো দাবি করে। কিন্তু সে অতিরিক্ত টাকা দিতে অনিহা প্রকাশ করে।

এদিকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মুনজু ও সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন স্বাক্ষরিত ঘোষণা পত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী ২০২৩ উপজেলার কালেরপাড়া ইউনিয়নে নাইম ইসলাম কে সভাপতি ও নেওয়াজ শরীফ কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে উপজেলা ছাত্রলীগ। এই নতুন কমিটি গঠনে অর্থের বিনিময়ে পদ বানিজ্যের মাধ্যমে অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে আমার নামে অর্থ লেনদেনের মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। আমি যদি এমন কর্মকান্ড করে থাকি তাহলে কমিটি গঠনের ২০ দিন পরে কেন বিষয়টি উপস্থাপন হচ্ছে? এতেই প্রমান হয় আমাকে হেও করার জন্য একটি চক্র মিথ্য প্রচার প্রচারনা চালাচ্ছে এবং জেলা ছাত্রলীগ বরাবর ভিত্তিহীন অভিযোগ দিয়েছে।

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আমরা ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রানিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD